অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর : এই ব্লগ পোস্টে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) অষ্টম শ্রেণির ভূগোল বিষয়ক পাঠ্যক্রম অনুযায়ী পঞ্চম অধ্যায় – ” মেঘ ও বৃষ্টি” নিয়ে বিস্তারিত প্রশ্নোত্তর সাজানো হয়েছে। পাঠ্যবই ভিত্তিক ও পরীক্ষার জন্য উপযুক্তভাবে গঠিত এই পোস্টে তোমরা পাবে –
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) সহ নির্ভুল ও বুদ্ধিদীপ্ত উত্তর
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – যেগুলো পরীক্ষায় সরাসরি এসে থাকে
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর – পরিষ্কার সংজ্ঞা, ব্যাখ্যা ও উদাহরণসহ
রচনাধর্মী প্রশ্নোত্তর – ৮–১০ লাইনের সুগঠিত এবং পূর্ণমান পাওয়ার মতো উত্তর
অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর এই অধ্যায়ে যেমন রয়েছে মেঘ ও বৃষ্টি গুরুত্বপূর্ণ ধারণা।অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর পোস্টটি এমনভাবে গঠিত যাতে ছাত্রছাত্রীরা সহজেই বুঝতে পারে এবং পরীক্ষার জন্য আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি নিতে পারে। অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর
অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর : এছাড়াও, প্রতিটি প্রশ্ন আলাদাভাবে হেডিং সহ সাজানো হয়েছে যাতে মোবাইল বা ডেস্কটপ উভয় মাধ্যমেই পড়া ও খোঁজা সহজ হয়। যারা অনলাইনে মাধ্যমিক স্তরের ভূগোল প্রস্তুতি নিতে চাও, তাদের জন্য এটি একটি অত্যন্ত কার্যকর ও নির্ভরযোগ্য রিসোর্স।
বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) – মেঘ ও বৃষ্টি। অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর
প্রতিটি প্রশ্নের মান 1
১. ২০,০০০ হাজার ফুটের বেশি উচ্চতার মেঘ হলো—
A) কিউমুলাস
B) স্ট্রাটাস
C) কিউমুলো নিম্বাস
D) সিরাস
সঠিক উত্তর: D) সিরাস
২. যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, তাকে বলে—
A) শিশিরাঙ্ক
B) হিমাঙ্ক
C) স্ফুটনাঙ্ক
D) গলনাঙ্ক
সঠিক উত্তর: A) শিশিরাঙ্ক
৩. উলম্ব মেঘের গড় নিম্নতম উচ্চতা—
A) ১৬০০ ফুট
B) ১৮০০ ফুট
C) ৬৫০০ ফুট
D) ৪২০০ ফুট
সঠিক উত্তর: C) ৬৫০০ ফুট
৪. একটি নিম্ন উচ্চতার মেঘ হলো—
A) সিরাস
B) সিরোকিউমুলাস
C) স্ট্রাটাস
D) কিউমুলো নিম্বাস
সঠিক উত্তর: C) স্ট্রাটাস
৫. যার কেন্দ্রে শান্ত ও বৃষ্টিহীন আবহাওয়া থাকে—
A) নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত
B) শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
C) প্রান্তীয় ঘূর্ণবাত
D) পরিচলন বৃষ্টিপাত
সঠিক উত্তর: C) প্রান্তীয় ঘূর্ণবাত
৬. যে মেঘের মধ্য দিয়ে চাঁদ ও সূর্যকে বলয়ের মতো দেখা যায়—
A) সিরাস
B) সিরো স্ট্র্যাটাস
C) কিউমুলাস
D) কিউমুলো নিম্বাস
সঠিক উত্তর: A) সিরাস
৭. আপেক্ষিক আদ্রতা প্রকাশিত হয়—
A) গ্রাম
B) লিটার
C) শতকরা
D) মিটার
সঠিক উত্তর: C) শতকরা
৮. পরিচলন বৃষ্টিপাত ঘটে—
A) মেরু অঞ্চলে
B) নিরক্ষীয় অঞ্চলে
C) মেরুবৃত্তীয় অঞ্চলে
D) ক্রান্তীয় অঞ্চলে
সঠিক উত্তর: B) নিরক্ষীয় অঞ্চলে
৯. বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়—
A) সিরো কিউমুলাস
B) অল্টো কিউমুলাস
C) স্ট্র্যাটাস
D) কিউমুলো নিম্বাস
সঠিক উত্তর: D) কিউমুলো নিম্বাস
১০. জলীয় বাষ্প হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হলে সৃষ্টি হয়—
A) বৃষ্টিপাত
B) তুষারপাত
C) কুয়াশা
D) শিশির
সঠিক উত্তর: B) তুষারপাত
১১. ভূপৃষ্ঠে যা কুয়াশা, আকাশে সেটাই—
A) শিশির
B) বৃষ্টিপাত
C) মেঘ
D) তুষারপাত
সঠিক উত্তর: C) মেঘ
১২. যে মেঘ থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়—
A) নিম্বো স্ট্র্যাটাস
B) অল্টো স্ট্র্যাটাস
C) স্ট্র্যাটাস
D) সিরো স্ট্র্যাটাস
সঠিক উত্তর: A) নিম্বো স্ট্র্যাটাস
১৩. আইলা নামে ঘূর্ণবাত হয়েছিল—
A) পশ্চিমবঙ্গে
B) কাশ্মীরে
C) কেরলে
D) মনিপুরে
সঠিক উত্তর: A) পশ্চিমবঙ্গে
১৪. নিচের কোনটি একটি অধক্ষেপণ নয়—
A) স্লিট
B) শিশির
C) তুষারপাত
D) ড্রিজল
সঠিক উত্তর: B) শিশির
১৫. শান্ত আবহাওয়া নির্দেশ করে—
A) কিউমুলো নিম্বাস
B) কিউমুলাস
C) অল্টো স্ট্র্যাটাস
D) সিরাস
সঠিক উত্তর: B) কিউমুলাস
১৬. ভারতে পরিচলন বৃষ্টি হয়—
A) শরৎকালে
B) শীতকালে
C) বর্ষাকালে
D) বসন্তকালে
সঠিক উত্তর: C) বর্ষাকালে
অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর – মেঘ ও বৃষ্টি।অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর
প্রতিটি প্রশ্নের মান 1
1. পর্বতের কোন ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টি ঘটে?
উত্তর: প্রতিবাত ঢালে।
2. বৃষ্টিপাতের পরিমাণ মাপক যন্ত্রের নাম লেখ।
উত্তর: রেনগজ।
3. পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে কি বলে?
উত্তর: টাইফুন।
4. বায়ুর আদ্রতা মাপক যন্ত্রের নাম কী?
উত্তর: হাইগ্রোমিটার।
5. শরৎকালে পশ্চিমবঙ্গে কোন ঘূর্ণিঝড় হয়?
উত্তর: আশ্বিনের ঝড়।
6. কোন বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে উড়িষ্যার গোপালপুর ক্ষতিগ্রস্ত হয়েছিল?
উত্তর: ফাইলিন।
7. ২০১৩ সালে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে আছড়ে পড়া ঘূর্ণবাতটির নাম কী?
উত্তর: ফাইলিন।
8. পৃথিবীর সর্বাধিক শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কী?
উত্তর: টর্নেডো।
9. মেঘ বায়ুমণ্ডলের কোন স্তরে সঞ্চিত হয়?
উত্তর: ট্রপোস্ফিয়ারে।
10. ভারতের দুটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের নাম লেখ।
উত্তর: শিলং ও পুনে।
11. বাম্পি ক্লাউড কাকে বলে?
উত্তর: স্ট্রাটো কিউমুলাস মেঘকে।
12. দুটি অতি উচ্চ মেঘের নাম লেখ।
উত্তর: সিরাস ও সিরো কিউমুলাস।
13. বঙ্গোপসাগরের শ্রেষ্ঠ দুটি বিশেষ ঘূর্ণবাতের নাম লেখ।
উত্তর: আয়লা ও ফাইলিন।
14. 4 o’Clock Rain কাকে বলে?
উত্তর: পরিচালন বৃষ্টিপাতকে।
15. মাঝারি উচ্চতার দুটি মেঘের নাম লেখ।
উত্তর: অল্টো স্ট্র্যাটাস ও অল্টো কিউমুলাস।
16. অল্প সময়ে প্রবল বর্ষণ ঘটায় কোন মেঘ?
উত্তর: কিউমুলো নিম্বাস।
17. ক্যারিবিয়ান সাগরে প্রবাহিত ঝড়ের নাম কী?
উত্তর: হারিকেন।
18. Mackerel Sky কোন আবহাওয়া নির্দেশ করে?
উত্তর: পরিষ্কার আবহাওয়া।
19. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতে “শৈলোৎক্ষেপ” কথার অর্থ কী?
উত্তর: “শৈল” মানে পর্বত এবং “উৎক্ষেপ” মানে উপরে ওঠা।
শূন্যস্থান পূরণ করো (অষ্টম শ্রেণি – ভূগোল | পঞ্চম অধ্যায় – মেঘ ও বৃষ্টি)
প্রতিটি প্রশ্নের মান 1
1. উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা _____
উত্তর: বাড়ে
2. ঘূর্ণবাতের চোখ দেখা যায় _____ ঘূর্ণবাতে
উত্তর: ক্রান্তীয়
3. _____ মেঘকে বজ্র মেঘ বলে
উত্তর: কিউমুলো নিম্বাস
4. জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়াকে _____ বলে
উত্তর: ঘনীভবন
5. পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটি হল _____
উত্তর: মৌসিনরাম
6. দার্জিলিং এ সাধারণত _____ বৃষ্টিপাত হয়
উত্তর: শৈলোৎক্ষেপ
7. একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় _____ মেঘ
উত্তর: নিম্বো স্ট্র্যাটাস
8. কোন নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে _____ রেখার সাহায্যে যুক্ত করা হয়
উত্তর: আইসোহাইেট
9. _____ মেঘ দেখতে অনেকটা হালকা পালকের মত
উত্তর: সিরাস
10. জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় _____
উত্তর: বাষ্পীভবন
11. 4 O’ Clock Rain _____ অঞ্চলে হয়
উত্তর: নিরক্ষীয়
12. জল ও _____ সহ অধক্ষেপণ হতে দেখা যায়
উত্তর: তুষার
ঠিক / ভুল নির্বাচন কর (অষ্টম শ্রেণি – ভূগোল | পঞ্চম অধ্যায় – মেঘ ও বৃষ্টি)
প্রতিটি প্রশ্নের মান 1
1. মেঘমুক্ত রাত্রিতে শিশির কম সৃষ্টি হয়
ভুল
2. নিরক্ষীয় অঞ্চলে ঘূর্ণবৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়
ঠিক
3. শ্রীলংকা ছি পাহাড়ের প্রতিবাত ঢালে অবস্থিত
ঠিক
4. সূর্যের তাপে জল বাস্পীভূত হয়
ঠিক
5. শিশির একপ্রকার অধ:ক্ষেপণ
ঠিক
6. বায়ুর চাপ মাপা হয় রেনগজ যন্ত্রের সাহায্যে
ভুল
( সঠিক যন্ত্র: ব্যারোমিটার)
7. সব ধরনের মেঘ থেকেই অধ:ক্ষেপণ হয়
ভুল
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (অষ্টম শ্রেণি – ভূগোল | পঞ্চম অধ্যায় – মেঘ ও বৃষ্টি)
প্রতিটি প্রশ্নের মান 2/3
1. শিলা বৃষ্টি কাকে বলে? সংজ্ঞা লেখ
শীতল স্তরভেদী বায়ুমণ্ডলে যখন জলবিন্দু বারবার উপরে-নিচে ওঠানামা করে জমে যায়, তখন তারা বরফের দানায় পরিণত হয়। এই বরফের দানা যখন মাটিতে পড়ে, তখন তাকে শিলা বৃষ্টি বলা হয়। এটি একপ্রকার কঠিনধরনের অধ:ক্ষেপণ।
2. কালবৈশাখী কাকে বলে? সংজ্ঞা লেখ
গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গ, বিহার, আসাম প্রভৃতি রাজ্যে বিকেলের দিকে হঠাৎ প্রবল বেগে ধুলোর ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাত হয়। একে কালবৈশাখী বলা হয়। এটি আকস্মিক ও ক্ষণস্থায়ী ঝড়।
3. শিশির কাকে বলে? সিসির জমার শর্ত তিনটি লেখ
শীতকালে রাতে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ঠান্ডা হয়ে তরলে পরিণত হয়ে গাছপালা বা বস্তুতে জমে শিশির তৈরি করে।
শর্ত তিনটি হলো—
- রাত হিমাঙ্কের কাছাকাছি হতে হবে।
- বাতাস শান্ত হতে হবে।
- আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত হতে হবে।
4. বৃষ্টি ছায়া অঞ্চল কাকে বলে? উদাহরণ দাও
যেসব অঞ্চলে পর্বতের প্রতিবাত ঢাল থাকে ও বায়ু বাধা পেয়ে উপরে না উঠতে পেরে শুষ্ক থেকে যায়, তাকে বৃষ্টিচ্ছায়া অঞ্চল বলে।
উদাহরণ: লাদাখ ও পশ্চিম রাজস্থান।
5. রেনগজ কী?
রেনগজ হলো বৃষ্টির পরিমাণ পরিমাপের যন্ত্র। এটি একটি সিলিন্ডার আকৃতির পাত্র, যার মধ্যে বৃষ্টির জল জমা হয়। পরে তা মাপজোক করে পরিমাপ করা হয় মিলিমিটারে।
6. সমবর্ষণ রেখা কাকে বলে?
একই সময়ে যেসব অঞ্চলে সমপরিমাণ বৃষ্টিপাত হয়, মানচিত্রে সেই স্থানগুলোকে যোগ করলে যে রেখা তৈরি হয়, তাকে সমবর্ষণ রেখা বা আইসোহাইয়েট বলা হয়। এটি একটি আবহাওয়াগত রেখা।
7. শরৎকালে পশ্চিমবঙ্গের আকাশে তুমি দেখতে পাও এমন দুটি মেঘের নাম লেখ ও বৈশিষ্ট্য লেখ
মেঘ: কিউমুলাস ও অল্টো কিউমুলাস।
- কিউমুলাস মেঘ সাদা, তুলোর মত ফেঁপে থাকে এবং আবহাওয়া ভালো থাকে।
- অল্টো কিউমুলাস মাঝারি উচ্চতার মেঘ, যেগুলো ছায়াছায়া আকারে আকাশে ভেসে বেড়ায়।
8. এমন দুটি দেশের নাম কর যেখানে প্রায় সারা বছর পরিচালন বৃষ্টিপাত হয়
উত্তর: ব্রাজিল ও ইন্দোনেশিয়া।
এই দেশগুলো নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত এবং উচ্চ তাপমাত্রা ও বাষ্পীভবনের কারণে সারা বছর পরিচালন বৃষ্টি হয়।
9. কোন স্থানের আপেক্ষিক আর্দ্রতা 100% বলতে কী বোঝায়?
যখন বায়ু তার ধারণ ক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ করে, তখন তাকে 100% আপেক্ষিক আর্দ্রতা বলা হয়। তখন বৃষ্টি, শিশির বা কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
10. প্রতিবাত ঢাল কাকে বলে?
পর্বতের যে ঢালে বায়ু প্রবাহ বাধা পেয়ে উপরে উঠে না গিয়ে নেমে যায় এবং শুষ্ক থাকে, তাকে প্রতিবাত ঢাল বলা হয়। এখানে বৃষ্টিপাত হয় না বা খুব কম হয়।
11. আমাদের দেশে বর্ষাকালে সাধারণত কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে?
আমাদের দেশে বর্ষাকালে মৌসুমী বায়ুর প্রভাবে দীর্ঘস্থায়ী প্রবল বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতকে মৌসুমী বা সংবহন বৃষ্টিপাত বলা হয়।
12. তোমার অঞ্চলে কোন ঋতুতে কী ধরনের বৃষ্টিপাত হয়?
আমার অঞ্চলে গ্রীষ্মের শেষে বর্ষাকালে মৌসুমী বৃষ্টি হয়। গ্রীষ্মে কালবৈশাখী আকস্মিক ঝড় নিয়ে আসে এবং শীতে শিশির বা কুয়াশা পড়ে।
13. শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয়?
শীতল বায়ু উপরের স্তরে উঠে গেলে তাপমাত্রা হ্রাস পেয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়। ফলে মেঘ তৈরি হয় এবং বৃষ্টিপাত হয়।
14. নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় কেন?
নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি থাকায় জলীয় বাষ্পের পরিমাণও বেশি থাকে। দিনভর সূর্যের তাপে বাতাস উপরে উঠে বিকেলে ঘনীভবিত হয়ে নিয়মিত বৃষ্টি হয়।
15. নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন?
সারা বছর প্রচুর বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রার কারণে এই অঞ্চলে সবুজ চিরহরিৎ গাছপালা বেড়ে ওঠে। এ কারণে ঘন অরণ্য তৈরি হয়েছে।
16. আমাদের দৈনন্দিন জীবনে কুয়াশা কী কী সমস্যার সৃষ্টি করে? তিনটি কারণ লেখ
- রাস্তার দৃশ্যমানতা কমে যায়, দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে।
- বিমান ও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
- কৃষিকাজে দেরি হয় ও ফসলের ক্ষতি হয়।
17. সম্পৃক্ত বায়ু কাকে বলে? সংজ্ঞা ও দুটি বৈশিষ্ট্য লেখ
যখন বায়ু তার নির্দিষ্ট উষ্ণতায় সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে তখন তাকে সম্পৃক্ত বায়ু বলা হয়।
বৈশিষ্ট্য:
- এটি 100% আপেক্ষিক আর্দ্রতা নির্দেশ করে।
- সামান্য উষ্ণতা হ্রাস পেলেই ঘনীভবন শুরু হয়।
18. বৃষ্টিপাত কয় প্রকার ও কী কী?
বৃষ্টিপাত প্রধানত তিন প্রকার—
- পরিচালন বৃষ্টিপাত
- শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত
- প্রান্তীয় বৃষ্টিপাত
19. শিশিরাঙ্ক কাকে বলে?
বায়ুমণ্ডলীয় উষ্ণতা হ্রাস পেলে একটি নির্দিষ্ট স্থানে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও কমতে থাকে এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে ঘনীভূত হলে শিশির কণার সৃষ্টি হয়। সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে
কোন বিষয়ের নির্দিষ্ট উত্তর চাইলে প্রশ্নটি কমেন্টে অবশ্যই লিখুন
নতুন আপডেট পেতে অবশ্যই প্রতিদিন ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.bongnewslive.com