আমাদের এই ওয়েবসাইটে Class 8 Science Question Answer ছাড়াও নতুন পাঠ্যসূচি অনুযায়ী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত প্রশ্নপত্রের নতুন কাঠামো অনুযায়ী প্রশ্নোত্তর আলোচনা করা হলো। Class 8 Science Question Answer এর পাশাপাশি আমাদের এই ওয়েবসাইটে পাঠ্য বইতে উল্লেখিত এবং পর্ষদ নির্দেশিত অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করা হয় । এমনকি এবারের নতুন holistic progress card approach অনুসারে model question paper এর উত্তরগুলি সঠিক ও নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়াও_Class 8 Science Question Answer__ এর পাশাপাশি MCQ ,MAT ,ORQ , অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং বিশ্লেষণাত্মক ও রচনাধর্মী প্রশ্ন গুলির উত্তর আলোচনা করা হয়।
প্রিয় শিক্ষার্থীদের বলা হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে নিখুঁতভাবে WBBSE এর সকল প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে যা তোমাদের উপকারে আসতে পারে এবং তোমাদের পরীক্ষায় যাতে ভালো সফলতা আসে তার জন্য আমরা প্রতিনিয়তই পরিশ্রম করে চলেছি।
সর্বোপরি যাদের জন্য এই ওয়েবসাইটে নিখুঁতভাবে প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় তাদের সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করি এবং তোমাদের উপকার হলে আমরা আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করব।
MCQ প্রশ্ন উত্তর (Class 8 Science Question Answer) প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ । অধ্যায় 5 প্রশ্ন উত্তর ।
[ প্রতিটি প্রশ্নের মান 1 ]
১. বজ্রপাত বেশি হয় —
A) শীতকালে
B) বর্ষাকালে
C) গ্রীষ্মকালে
D) শরৎকালে
সঠিক উত্তর: C) গ্রীষ্মকালে
২. ৫০ কিমি উপরে আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য —
A) ৪০০ ভোল্ট
B) ৪০০০ ভোল্ট
C) ৪ লক্ষ ভোল্ট
D) ৪০ লক্ষ ভোল্ট
সঠিক উত্তর: C) ৪ লক্ষ ভোল্ট
৩. বিভব পার্থক্য বজায় রাখা প্রাকৃতিক তড়িৎ কোষ —
A) বৃষ্টি
B) বজ্রপাত
C) মেঘ
D) রোদ
সঠিক উত্তর: B) বজ্রপাত
৪. বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ —
A) শরীরে
B) বাতাসে
C) মাটিতে
D) গাছে
সঠিক উত্তর: C) মাটিতে
৫. মিনামাটা রোগের জন্য দায়ী ধাতু —
A) সীসা
B) পারদ
C) তামা
D) দস্তা
সঠিক উত্তর: B) পারদ
৬. ভোপাল গ্যাস ট্রাজেডি —
A) পুষ্টিহীনতা
B) ব্যাকটেরিয়া
C) সাধারণ উৎস মহামারী
D) ভাইরাস
সঠিক উত্তর: C) সাধারণ উৎস মহামারী
৭. বায়ুবাহিত রোগ —
A) ম্যালেরিয়া
B) টাইফয়েড
C) ইনফ্লুয়েঞ্জা
D) ক্যান্সার
সঠিক উত্তর: C) ইনফ্লুয়েঞ্জা
৮. প্রাণী বাহিত রোগ —
A) ডায়রিয়া
B) ম্যালেরিয়া
C) ইনফ্লুয়েঞ্জা
D) টাইফয়েড
সঠিক উত্তর: B) ম্যালেরিয়া
৯. ডেঙ্গুর বাহক প্রাণী —
A) কিউলেক্স
B) অ্যানোফিলিস
C) এডিস
D) মাছি
সঠিক উত্তর: C) এডিস
১০. প্রতি বছর কালা জ্বরে মৃত্যুর সংখ্যা —
A) ৫০০০
B) ১০ হাজার
C) ৩০ হাজার
D) ৫৯ হাজার
সঠিক উত্তর: D) ৫৯ হাজার
১১. কালা জ্বরের জীবাণু —
A) ব্যাকটেরিয়া
B) ভাইরাস
C) আদ্যপ্রাণী
D) ছত্রাক
সঠিক উত্তর: C) আদ্যপ্রাণী
১২. SARS রোগ প্রথম দেখা যায় —
A) ২০০০
B) ২০০১
C) ২০০৩
D) ২০০৫
সঠিক উত্তর: C) ২০০৩
১৩. “White Death” বলা হয় —
A) কলেরা
B) টাইফয়েড
C) যক্ষা
D) প্লেগ
সঠিক উত্তর: C) যক্ষা
১৪. DOTS পদ্ধতির চিকিৎসা —
A) ক্যান্সার
B) হেপাটাইটিস
C) যক্ষা
D) ইনফ্লুয়েঞ্জা
সঠিক উত্তর: C) যক্ষা
১৫. রক্ত সঞ্চালনে সংক্রামিত রোগ —
A) ইনফ্লুয়েঞ্জা
B) হেপাটাইটিস
C) ডেঙ্গু
D) টাইফয়েড
সঠিক উত্তর: B) হেপাটাইটিস
শূন্যস্থান পূরণ । অধ্যায় 5 । প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ ।Class 8 Science Question Answer
[ প্রতিটি প্রশ্নের মান 1 ]
১. রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তারকে ছুঁয়েছে তাকে __ বলে।
উত্তর: পেন্টোগ্রাফ
২. কোষের দুই প্রান্তের __ তড়িৎ প্রবাহের কারণ।
উত্তর: বিভব পার্থক্য
৩. ঝড়ের মেঘের উপরে ওঠা ও নিচে নামার সময় জলকণাগুলি __ হয়।
উত্তর: তড়িৎগ্রস্থ
৪. বজ্রপাতের বৈদ্যুতিক প্রকৃতি প্রতিষ্ঠা করেন —
উত্তর: ফ্রাঙ্কলিন
৫. বজ্রপাত থেকে বাড়িকে রক্ষা করে —
উত্তর: বজ্র নিরোধক
৬. বজ্রপাত হলো এক ধরনের শক্তিশালী __ ক্ষরণ।
উত্তর: তড়িৎ
৭. মেঘের নিচের দিকটা সাধারণত __ তড়িৎগ্রস্থ হয়।
উত্তর: ঋণাত্মক
৮. কালা জ্বরের আরেক নাম __ জ্বর।
উত্তর: দমদম জ্বর
৯. কলেরা জীবাণুটির একমাত্র পোষক প্রাণী হল —
উত্তর: মানুষ
১০. যক্ষা রোগের জীবাণু মানবদেহে __ আক্রমণ করে।
উত্তর: ফুসফুস
১১. হেপাটাইটিস রোগে __ আক্রান্ত হয়।
উত্তর: যকৃত
১২. স্মল পক্সের অপর নাম —
উত্তর: রেড প্লেগ
১৩. বালি মাছি __ রোগের জীবাণু বহন করে।
উত্তর: কালা জ্বর
১৪. HIV ভাইরাস দ্বারা __ শ্বেত রক্তকণিকা আক্রান্ত হয়।
উত্তর: লিম্ফোসাইট
অতি সংক্ষিপ্ত প্রশ্ন (Class 8 Science Question Answer) প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ । অধ্যায় 5 প্রশ্ন উত্তর ।
[ প্রতিটি প্রশ্নের মান 1 ]
প্রশ্ন ১:
টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কী বলে?
উত্তর:
টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে ড্রাই সেল (Dry Cell) বলে। এটি একটি রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্নকারী কোষ।
প্রশ্ন ২:
ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত কত হয়?
উত্তর:
ঝড়ের মেঘ সাধারণত ভূপৃষ্ঠ থেকে ১২–১৩ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় বিস্তৃত হয়।
প্রশ্ন ৩:
বজ্রপাতের সময় কী প্রকারের স্থান একেবারে নিরাপদ নয়?
উত্তর:
খোলা জায়গা বজ্রপাতের সময় একেবারে নিরাপদ নয়। কারণ সেখানেই বজ্রপাত হঠাৎ করে আঘাত হানতে পারে।
প্রশ্ন ৪:
কলেরা রোগের জীবাণুটি কী?
উত্তর:
কলেরা রোগের জীবাণুটির নাম ভিব্রিও কলেরা (Vibrio cholerae)। এটি একটি ব্যাকটেরিয়া যা সংক্রমণের মাধ্যমে শরীরে ডায়রিয়া ঘটায়।
প্রশ্ন ৫:
ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী অনুজীবের বিজ্ঞানসম্মত নাম লেখ।
উত্তর:
ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার জন্য দায়ী অনুজীবের নাম হলো Plasmodium falciparum।
প্রশ্ন ৬:
ম্যালেরিয়ার বাহক প্রাণীর নাম লেখ।
উত্তর:
ম্যালেরিয়া রোগের বাহক প্রাণী হলো স্ত্রী এনোফিলিস মশা। এটি রক্ত চুষে জীবাণু সংক্রমণ ঘটায়।
প্রশ্ন ৭:
এমন একটি রোগের নাম লেখ যার জন্য ফ্ল্যাভি ভাইরাস দায়ী।
উত্তর:
ডেঙ্গি রোগের জন্য ফ্ল্যাভি ভাইরাস (Flavivirus) দায়ী। এটি এডিস মশার মাধ্যমে সংক্রমিত হয়।
প্রশ্ন ৮:
“ব্ল্যাক ডেথ” বলা হয় কোন রোগকে?
উত্তর:
প্লেগ রোগকে “ব্ল্যাক ডেথ” বলা হয়। মধ্যযুগে এটি ব্যাপক প্রাণহানি ঘটিয়েছিল।
প্রশ্ন ৯:
কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেন কোন ভারতীয় বিজ্ঞানী?
উত্তর:
উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেন। এটি ভারতের চিকিৎসাবিজ্ঞানে এক ঐতিহাসিক অর্জন।
প্রশ্ন ১০:
DOTS-এর পুরো নাম কী?
উত্তর:
DOTS-এর পুরো নাম হলো Directly Observed Treatment, Short-course। এটি যক্ষ্মা রোগের নিয়ন্ত্রিত চিকিৎসা পদ্ধতি।
প্রশ্ন ১১:
SARS-এর পুরো নাম লেখ।
উত্তর:
SARS-এর পুরো নাম হলো Severe Acute Respiratory Syndrome।
প্রশ্ন ১২:
AIDS-এর পুরো নাম লেখ।
উত্তর:
AIDS-এর পুরো নাম হলো Acquired Immune Deficiency Syndrome।
প্রশ্ন ১৩:
HIV-এর পুরো নাম লেখ।
উত্তর:
HIV-এর পুরো নাম হলো Human Immunodeficiency Virus।
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর(Class 8 Science Question Answer) প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ । অধ্যায় 5 প্রশ্ন উত্তর ।
[ প্রতিটি প্রশ্নের মান 2/3 ]
১. আয়ন কাকে বলে?
উত্তর: আয়ন হল এমন কণা যা ইলেকট্রন গ্রহণ বা দান করে তড়িৎধর্মী চার্জযুক্ত হয়। ধনাত্মক আয়নকে ক্যাশন ও ঋণাত্মক আয়নকে অ্যানায়ন বলে।
২. তরিতাদেশ ও তড়িৎ ক্ষরণ বলতে কী বোঝায়?
উত্তর: তরিতাদেশ হল নির্দিষ্ট দিক থেকে চার্জ প্রবাহ। তড়িৎ ক্ষরণ হল অতিরিক্ত তড়িৎ চার্জের হঠাৎ মাটিতে প্রবাহিত হওয়া — যেমন বজ্রপাত।
৩. বজ্রপাতের সময় বাড়ির বাইরে ও ভিতরে থাকাকালীন কী কী সুরক্ষা ও সাবধানতা নেওয়া উচিত (২টি)?
উত্তর : বাইরে থাকলে খোলা জায়গা, গাছ ও ধাতব জিনিস থেকে দূরে থাকতে হবে। ঘরের ভিতরে থাকলে বৈদ্যুতিক যন্ত্র ও মোবাইল ব্যবহার না করাই ভালো।
৪. প্রাদুর্ভাব কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: কোনো নির্দিষ্ট স্থানে হঠাৎ করে কোনো রোগের প্রকোপ বেড়ে যাওয়াকে প্রাদুর্ভাব বলে। যেমন—কলেরা গ্রামের পানিতে ছড়ানো।
৫. অতিমারি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: একাধিক দেশ বা অঞ্চলে একইসাথে ছড়ানো সংক্রামক রোগকে অতিমারি (Pandemic) বলে। উদাহরণ: কোভিড-১৯।
৬. মহামারী কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: একটি বড় অঞ্চলে বা দেশে হঠাৎ করে কোনো সংক্রামক রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়াকে মহামারী বলে। উদাহরণ: প্লেগ।
৭. রোগ সৃষ্টিকারী জীবাণু দ্বারা সংঘটিত দুটি মহামারীর নাম লেখ।
উত্তর: ১) প্লেগ
২) কোভিড-১৯
৮. দুটি বায়ুবাহিত সংক্রামক রোগের নাম লেখ।
উত্তর : ইনফ্লুয়েঞ্জা ও যক্ষা।
৯. দুটি প্রাণী বাহিত রোগের নাম লেখ।
উত্তর :ম্যালেরিয়া ও ডেঙ্গি।
১০. দুটি রোগের নাম লেখ যাদের “সাইলেন্ট কিলার” বলা হয়।
উত্তর: হেপাটাইটিস বি ও যক্ষা।
১১. সংক্রামক রোগ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যে রোগ জীবাণুর সংক্রমণে এক ব্যক্তি থেকে অন্যে ছড়ায়, তাকে সংক্রামক রোগ বলে। উদাহরণ: ডেঙ্গি।
১২. জলবাহিত রোগের উদাহরণ দাও।
উত্তর : উদাহরণ: কলেরা, টাইফয়েড।
১৩. বায়ুবাহিত রোগের উদাহরণ দাও।
উত্তর : উদাহরণ: যক্ষা, ইনফ্লুয়েঞ্জা।
১৪. ম্যালেরিয়ার লক্ষণ কী? ম্যালেরিয়ার জন্য দায়ী কে?
উত্তর : লক্ষণ: জ্বর, কাঁপুনি, মাথাব্যথা, দুর্বলতা। দায়ী: Plasmodium পরজীবী, যা স্ত্রী এনোফিলিস মশার মাধ্যমে ছড়ায়।
১৫. BCG কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : BCG (Bacillus Calmette-Guérin) হলো যক্ষ্মার প্রতিরোধক টিকা। এটি শিশুদের যক্ষা প্রতিরোধে দেওয়া হয়।